Wikipedia

Search results

প্যারেটো প্রিন্সিপাল সম্পর্কে জানেন কি?

ভিলফ্রেডো প্যারেটোর নাম শুনেছেন কেউ?

ফ্রান্সের প্যারিসে ১৮৪৮ সালের ১৫ জুলাই পৃথিবীতে জন্ম নেয় একটি শিশু।
হ্যাঁ তিনিই সেই ভিলফ্রেডো প্যারেটো।যিনি প্যারেটো প্রিন্সিপালের জনক।বিখ্যাত ইকোনমিস্ট।অর্থনীতিতে যার নামটি উজ্জ্বল নক্ষত্রের মত।বহুমুখী প্রতিভার অধিকারী এই ব্যক্তি ছিলেন একাধারে দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী।প্যারেটোর বাল্যকাল প্যারিসে কাটলেও বাবার কাজের সূত্রে তাকে পাড়ি দিতে হয় ইতালিতে।কৈশোর,যৌবনের উজ্জ্বল সময়ের স্মৃতিগুলো তৈরী হয় সেখানেই।চতুর বুদ্ধিমত্তার এই ব্যক্তি ১৯০৬ সালে আবিষ্কার করেন ইতালিতে ২০ শতাংশ মানুষ ইতালির ৮০ শতাংশ সম্পত্তির মালিক।বিষয়টি নিয়ে তিনি গবেষণা শুরু করেন।গবেষণা শেষে তিনি এই বিষয়টিকে একটি নিয়মের আকার দেন।যার নাম 80-20 Rule.বিখ্যাত এই রুলটি আজ বহুল সমাদৃত।বিভিন্ন বড় বড় সমস্যা সমাধানসহ নিজের ব্যক্তিগত জীবনেও ৮০-২০ রুলের প্রভাব রয়েছে।১৯০৯ সালে তার একটি বই প্রকাশ পায় যেখানে তিনি "প্যারেটে ডিস্ট্রিবিউশন" নিয়ে আলোচনা করেন।৮০-২০ এই রুলটির নতুন নাম দেন "জোসেফ মোসেস জুরান"। যা আজ " প্যারেটো প্রিন্সিপাল" নামে খ্যাতি অর্জন করেছে।

মানবজীবনে বিভিন্ন সমস্যা সমাধানে বা কোন সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে প্যারেটো প্রিন্সিপাল নিঃসন্দেহে কার্যকরী একটি পদ্ধতি। আপনার জীবনে ৮০ শতাংশ সফলতা আপনার জীবনের ২০ শতাংশ কাজের উপর নির্ভর করবে।সহজ কথায়, ২০ শতাংশ কাজ ৮০ শতাংশ ফলাফল হিসেবে প্রকাশ পায়।এখন আপনি নিজেকে  কোন ২০ শতাংশ কাজে লাগাবেন তা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার।তাই যেকোন কাজ করার আগে তার ফলাফল বিচার করুন।সেই কাজটি কি আপনার জীবনের ২০ শতাংশ কাজের মধ্যে পড়ে।যা আপনার জীবনের ৮০ শতাংশ ফলাফল বয়ে আনবে?

ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো।


No comments

Theme images by Mikey_Man. Powered by Blogger.