Wikipedia

Search results

Business Uncertainties

একটি ব্যবসা পরিচালনা করার জন্য আপনাকে দূরদর্শী হতে হবে।একটা ব্যবসা শুরু করার থেকেও তা পরিচালনা করা কঠিন।বিভিন্ন কারনে আপনার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে।তার মধ্যে প্রধান ৫ টি হল
 
 * Insufficient Capital
 * Poor Cash Management
 * Poor Internal Bookkeeping Systen
 * Improve Product Pricing
 * Uncontrolled Growth.

ভবিষ্যত ব্যবসা পরিচালনার জন্য কি পরিমান অর্থ প্রয়োজন তা যদি আপনি অনুমান না করতে পারেন তাহলে আপনি সফল হবার সম্ভাবনা নেই বললেই চলে।আপনার সেই অর্থের যোগান বন্ধ হতে পারে যদি বাকিতে বিক্রি করার পরিমাণ বেড়ে যায়।

আপনার ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যাকাপ অর্থের বন্দোবস্তো করে রাখতে হবে।অন্যথায় ব্যবসায়ের পরিচালনার ক্ষেত্রে যদি উৎপাদন না করার জন্য পণ্য বিক্রি করতে না পারেন তাহলেও ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে।

ব্যবসায়ের ব্যয় বা Cost ২ প্রকার হয়।

Fixed Cost
Variable Cost

ফিক্সড কস্ট হলো, যা একটিবার দীর্ঘ সময়ের জন্য ব্যবসায়ে সংযোজিত হয়।যেমনঃ ভাড়া,ফার্নিচার খরচ ইত্যাদি।

ভ্যারিয়েবল কস্ট হলো, যা পরিবর্তনশীল খরচ।যেমনঃ কাস্টমার ইত্যাদি।

প্রতিটি ব্যয়ের উপর ভিত্তি করেই আপনার ব্যবসা পরিচালনা করতে হবে।আপনার ব্যয়ের উপর নির্ভর করেই আপনার পণ্যের দাম নির্ধারিত হয়।তাই পণ্যের দাম নির্ধারন করার ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে।

ব্যবসায়ের অতি গতিবৃদ্ধি কখনো কখনো ব্যবসায়ের ক্ষেত্রেও ক্ষতিকর।অতি উন্নতির জোয়ারে গা৷ ভাসিয়ে দিয়ে আপনি হয়ত অনেক টাকা ঋণ করে থাকবেন।কিন্তু পরে তা শোধ করার মত অবস্থা আপনার থাকবে না।সেই সময় ব্যবসা পতিত হতে পারে।তাই ব্যবসায়ের উর্ধ্বমূখী গ্রোথ নিয়ন্ত্রণ করুন।


No comments

Theme images by Mikey_Man. Powered by Blogger.