পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চাকুুরী
প্রাচীন মিশরে একটি পরিষ্কার করার চাকুরী ছিল, যা ছিল ফেরাউনের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যে।
এবং যদি ফেরাউনের কখনও অনুভূতি হত যে সে খুব বেশি খেয়েছে বা অন্ত্রের সমস্যায় পড়েছে তবে সে কেবল তার সেই পরিষ্কার করার প্রহরীকে ডাকত।
এই "প্রকটোলজিস্টরা " একদিকে হেমোরয়েডস সম্পর্কিত সমস্ত সমস্যার দেখভাল করত এবং অন্যদিকে, হজমকরণের সুবিধার্থে ফেরাউন যখন পরিমাণের চেয়ে বেশি খাবার গ্রহণ করত তখন তার কাজ ছিল ফেরাউনের অন্ত্রগুলি খালি করা।
এই মলাদার পরিষ্করের দায়িত্বপ্রাপ্তরা ফেরাউনদের মলাশয়ের ছিদ্র দিয়ে সোনার ক্যাননুলা (ক্যাথেটার) প্রবেশ করাতেন এবং তার মধ্য দিয়ে গরম পানি প্রবাহিত করতেন৷
শুধুমাত্র ফেরাউনই এই চিকিৎসা নিতেননা প্রাচীন মিশরের আরও অনেক সাধারণ মানুষও এই চিকিৎসা নিত৷ শুধু পার্থক্য ছিল এই যে তাদের ক্ষেত্রে পানি প্রবাহিত করতে সোনার ক্যাননুলার পরিবর্তে ফাঁপা রড ব্যবহার করা হত।
প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে মুখে ক্যাননুলা দিয়ে টানা হচ্ছে৷ অনেকসময় তাদের কে সে কাজও করতে হতো বিদায় এটাকেই সবচেয়ে ইতিহাসের নোংড়া চাকরি হিসেবে বিবেচনা করা হয়েছে৷ যদিও বর্তমানের প্রকটোলজিস্টরা সেই সূত্র থেকেই এসেছেন !
No comments