Wikipedia

Search results

প্যালিন্ড্রমিক সংখ্যা কি?

আজ নতুন একটি বিষয় শেখার চেষ্টা করি।আপনারা কেউকি প্যালিন্ড্রমিক সংখ্যা সম্পর্কে জানেন?না জানতে আজকে জেনে নেই।



আমি সর্বশেষ যে জিনিস সম্পর্কে জানাছি সেটা বেশ মজার ,সেটা হলোঃ

প্যালিন্ড্রমিক সংখ্যা

মানুষের স্বভাব হলো নতুন নতুন সব বিষয় আবিষ্কার করে নতুন প্রজন্ম ও ঘটোনাকে সকলের সামনে তুলে ধরা। ঠিক এমনি এক আবিষ্কারের ফল হলো প্যালিন্ড্রমিক সংখ্যা । নামটা বেশ আজিব হলেও বিষয়টা বেশ মজার।

আমরা আমাদের প্রাত্যহিক জীবনে নানা ধরনের শব্দ বা word ব্যাবহার করে থাকি যেমনঃ (ইংরেজিতে)madam, radar, deed ইত্যাদি। (বাংলায়) রামাকান্ত কামার, সদানন্দ্র চন্দ্র দাস ইত্যাদি। এগুলোকে সোজা ভাবে এবং উলটো ভাবে জেভাবেই পড়ি না কেন একই উচ্চারণ হয়। তেমনি , গণিতেও এমন কিছু সংখ্যা আছে যেমনঃ ২০২, ১৯৯১, ৩০০৩ ইত্যাদি। এগুলোই হলো প্যালিন্ড্রমিক সংখ্যা । সুতরাং, প্রশ্ন হলো এখানে আবিষ্কারের বিষয় কোনটি ?। আবিষ্কারের বিষয়টি হলোঃ কীভাবে প্যালিন্ড্রমিক সংখ্যা নির্ণয় করা যায়। ----

প্রথমে ইচ্ছামত একটা সংখ্যা বেছে নিতে হবে।
এরপর, ঐ সংখ্যাকে উলটো করলে যে
সংখ্যা হয় ঐ সংখ্যা আর বেছে নেওয়া সংখ্যা যোগ করতে হবে।
এরপরও যদি প্যালিন্ড্রমিক সংখ্যা না পাওয়া যায় তবে আবার যে সংখ্যা পাব তার সাপেক্ষে ২য় শর্তানুযায়ী পুনরায় যোগ কর।


এরপরও যদি প্যালিন্ড্রমিক সংখ্যা না পাওয়া তবে আবারো ৩য় শর্তানুযায়ী কাজ করতে হবে।

বিজ্ঞানীদের মতে ১০০০ পর্যন্ত যে কোনো সংখ্যাকে ৩ থেকে ৪ ধাপে যোগ করার পরপরই তাদের প্যালিন্ড্রমিক সংখ্যা পাওয়া যায়। কিন্তু মজাদার ফ্যাক্ট হলো এই যে, ১৯৬ ,২৯৫ ,৩৯৪ ,৬৮৯ এই সংখ্যা গুলোর কোনো প্যালিন্ড্রমিক সংখ্যা নেই।

আমি জানি যারা এখন এটা পড়ছে তাদের অনেকেই হয়তো ১৯৬ ,২৯৫ ,৩৯৪ ,৬৮৯ এই সংখ্যা গুলোর প্যালিন্ড্রমিক সংখ্যা বের করার চেষ্টা করেছেন বা করবেন বলে ভাবছেন , কষ্ট করে করার দরকার নেই । আমিও করেছিলাম কোনো লাভ হয়নি।



No comments

Theme images by Mikey_Man. Powered by Blogger.