শুভ জন্মদিন বাচ্চু ভাই
তারকারা চলে যায় রেখে যায় স্মৃতি
রয়ে যায় সৃষ্টি তাদের রয়ে যায় প্রীতি
প্রতিদিন এই বিশাল ধরনীতে জন্ম নেয় হাজার কোটি মানুষ।প্রকৃতির নিয়মে আবার মিশে যায় এই ধরনীতেই।কিন্তু নিজের কর্মের দ্বারা নিজের স্বত্ত্বাকে বাঁচিয়ে রাখতে পারে এমন মানুষ খুব কমই আছে এই ধরনীতে।তেমনি একজন মানুষ হলে আইয়ুব বাচ্চু।বাংলাদেশের সংগীত জগতের এক মূর্তিমান তারকা।নিজের জাদুকরী হাতের ছোঁয়ায় কাঁপিয়েছেন গিটারের ছয়টি তার।মাতিয়েছে লাখো মানুষকে তার দৃপ্ত কন্ঠ দিয়ে।
সময়টা ছিল ১৯৬২ সালের ১৬ ই আগস্ট।প্রাণের বাংলা তখনো পরাধীন।পরাধীন বাংলায় চট্রগ্রামের পটিয়ায় জন্ম নিয়েছিলেন এক উদীপ্ত যুবক।বাবা মা নাম রেখেছিলেন তার আইয়ুব বাচ্চু রবিন।উদীপ্ত সেই ছেলেটি মিউজিকের হাতেখড়ি শুরু হয় ক্লাস ৪ থেকে।সময়টা ১৯৭৩ সাল।পূর্বপাকিস্তান ততদিনে বাংলাদেশে পরিণত হয়েছে।মুক্ত দেশের মুক্ত পরিবেশে তার বাবা তাকে উপহার দিয়েছিলেন একটি একোস্টিক গিটার।ছোট্ট ছোট্ট হাতে একোস্টিক বাজানো ছেলেটা সময়ের পরিক্রমায় হয়ে উঠে রুপালী গিটারের জনক।জিতেছিল লাখো ভক্তের হৃদয়।
ধীরে ধীরে সময় বাড়ার সাথে সাথে আইয়ুব বাচ্চুর সঙ্গীত প্রতিভার বিকাশ ঘটতে থাকে।নদী যেমন বয়ে চলে তার আপন গতীতে আইয়ুব বাচ্চুও তেমনি বয়ে চলেছিল তার সঙ্গীতের ভূবনে।বন্ধু কুমার বিশ্বজিৎের সাথে প্রতিষ্ঠা করেছিল ব্যান্ড গোল্ডেন বয়েজ।পরবর্তীতে তার নাম পরিবর্তিত হয়ে হয় আগলি বয়েজ।রক মিউজিকের যাত্রা শুরু শেখান থেকেই।নিজের প্রতিভার গুনে এগিয়ে যেতে থাকেন তিনি।যুক্ত হন দেশসেরা ব্যান্ড ফিলিংস (বর্তমান নাম নগর বাউল), সোলস এর সাথে।সঙ্গীতের ভূবনে ভাসতে ভাসতে আইয়ুব বাচ্চু সবার কাছে পরিচিত হয়ে উঠেন বাচ্চু ভাই নামে।বাংলা ব্যান্ড মিউজিককে নিয়ে বাচ্চু ভাইয়ের স্বপ্ন ছিল বহুদূর।স্বপ্নের প্রতিফলন ঘটাতে ১৯৯১ সালের ৫ ই এপ্রিল প্রতিষ্ঠা করেন ব্যান্ড "ইয়োলো রিভার"।কিন্তু একটি লাইভ শো তে অনুষ্ঠান করার সময় ভূলে তারা ব্যান্ডের নাম বলে ফেলে " লিটল রিভার"।নামটি আইয়ুব বাচ্চুর পছন্দ হলেও যখন তিনি জানতে পারেন এই নামে অস্ট্রেলিয়ায় একটি ব্যান্ড প্রতিষ্ঠিত হয়েছে তখন ১৯৯৭ সালে তিনি ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখেন "লাভ রানস ব্লাইন্ড, (এলআরবি)।নতুনভাবে যাত্রা শুরুর পর থেকেই নিজেদের সঙ্গীত প্রতিভায় দর্শক মুগ্ধ করতে থাকে এলআরবি।যার কান্ডারি ছিলেন আইয়ুব বাচ্চু।
বর্তমান বাংলাদেশের রক মিউজিককে প্রতিষ্ঠার পেছনে এক নির্ভীক কান্ডারী ছিলেন আইয়ুব বাচ্চু।বাঙ্গালী জাতিকে উপহার দিয়েছেন হাজারো শ্রুতিমধুর গান।জন্ম দিয়েছেন "সেই তুমি কেন এত অচেনা হলে" গানের।যা আজও লাখো ভক্তের হৃদয়ের স্পন্দন হয়ে রয়েছে।কিংবদন্তি এই সঙ্গীতশিল্পীর জন্মদিন আজ।বাচ্চু ভাইয়ের প্রতি রইল অজস্র শ্রদ্ধা ও ভালোবাসা।
প্রবাদে আছে কীর্তিমানের মৃত্যু নাই।সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র আইয়ুব বাচ্চু সশরীরে আমাদের মাঝে না থাকলেও বেঁচে আছেন তার সুরের মোহনায়।জ্বালিয়ে গিয়েছেন রক মিউজিকের উজ্জ্বল শিখা।
হাজার লক্ষ দিন ফুরোবো থাকবে শ্রদ্ধা অবিরাম
রুপালী গিটারের জনক সে আইয়ুব বাচ্চু নাম
No comments