কবিতাঃ স্বপ্ন
স্বপ্নগুলো হারিয়ে গেছে নির্জনতার নীড়ে
নিন্দুকেরা ভীড় জমাচ্ছে স্বপ্নভাঙ্গার তীরে
স্বপ্নকে আজ আঁকড়ে ধরে বাঁচার একটু আশা
নেইকো যেথা স্বপ্ন সেথা নেইকো ভালোবাসা
প্রতিদিনের নতুন ভোরে নতুন সূর্য উঠে
নতুন ভাবে বাঁচি আমি নতুন স্বপ্ন দেখে
মনের মাঝে আঁকি আমি স্বপ্নের প্রতিচ্ছবি
আপন মনে লিখি আমি নইতো কোন কবি
মধ্য দুপুর তপ্ত রোদে স্বপ্ন গড়ার খেলা
স্বপ্ন গড়ার কাজের মাঝে গড়িয়ে যায়যে বেলা
রৌদের আলোয় স্বপ্ন আমার করে চিকচিক
ছুটছি আমি স্বপ্ন নিয়ে হাজারো দিকবিদিক
চাঁদের সাথে হারাই আমি কল্পনারই দেশে
হাজার কত রঙীন স্বপ্ন সেথায় যেন ভাসে
গভীর রাতে ঘুমের মাঝে বুনি স্বপ্নের জাল
ছুটব আবার স্বপ্ন নিয়ে, বাঁচব চিরকাল
ভাঙ্গা গড়ার মাঝে আজ শৃঙ্খলতায় বাস
ঘুরছি সবাই চাকার মত করছে পরিহাস
প্রকৃতি আজ বড়ই বিরুপ সহায় নয়ত কারো
সংঘাতে আজ তপ্ত ভূমি মানুষ বলছে মারো
সম্পর্কে আজ ফাটল ধরে অর্থকড়ি নিয়ে
ভালোবাসা আজ বড় অসহায় কাঁদে নির্জনে গিয়ে
হাজারো স্বপ্ন ভেঙ্গে একাকার পায়নি আলোর দিশা
অন্ধকারেই জন্ম তাদের অন্ধকারেই মেশা
শান্তি ফিরুক এই ধরাতে হোক স্বপ্নের জয়
রুখব মোরা বিপদ যত করব নাতো ভয়
চাইনা সংঘাত, চাইনা রক্ত, চাইনা আহাজারি
নতুন স্বপ্নে গড়ব মোরা নতুন ধরিত্রী
No comments