Wikipedia

Search results

ক্যারিয়ার প্ল্যানিং (পার্ট ১)

"ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার সর্বোত্তম উপায় হ'ল এটি তৈরি করা"।

এমনি এক বিখ্যাত ব্যক্তির উক্তি দিয়ে কথা শুরু করল নাভিদ।নাভিদ একটি মাল্টিন্যাশনাল কোম্পানীতে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত।নিজের জীবনের ভূলগুলোকে সংশোধিত ও সঠিকভাবে পরিচালনা করে আজ সে বর্তমানে এত বড় একটি স্থান অর্জন করেছে।নাভিদের কথা হচ্ছিল তার চাচাতো বোন সামিয়ার সাথে।সামিয়া একটি বিশ্ববিদ্যালয়ের বিবিএতে অধ্যয়নরত শেষ বর্ষের শিক্ষার্থী।সে তার একাডেমিক শিক্ষা পরবর্তী ক্যারিয়ার নিয়ে চিন্তিত।তাই নাভিদ ভাইয়ের সাথে সাথে আলোচনার জন্য আজ তাদের সাক্ষাৎ করা।নাভিদ প্রশ্ন করল,

নাভিদঃ তোর ভবিষ্যতে তুই কোন পেশায় ক্যারিয়ার গড়তে চাস?

সামিয়াঃ সেটাই তো জানিনা ভাইয়া।আমি নিজেই বুঝতে পারছি না আমি কি করব?

নাভিদঃ বোঝাই যাচ্ছে তুই অনেক কনফিউশনের মধ্যে আছিস।প্রথমেই তোকে বলি,তোর এ কনফিউজড থাকা দূর করতে হবে।নিজের ক্যারিয়ার নির্ধারণের বিষয়ে কনফিউজড থাকা যাবে না।প্রথমেই যদি কনফিউজড থাকি তাহলে ভূল সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে অনেক সমস্যায় পড়বি।আচ্ছা তুইতো ছোট বেলা থেকেই নাম্বারসে খুব ভালো।এটা কি কখনো ভেবে দেখেছিস?

সামিয়াঃ না ভাইয়া।অংক করতে ভালো লাগে এটা ঠিক।কিন্তু কখনো এভাবে দেখিনি।

নাভিদঃ শোন আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু প্রতিভা সুপ্ত অবস্থায় আছে।যা আমাদের প্রস্ফুটিত করতে হবে।অন্যের ক্যারিয়ারে সাফল্য দেখে আমার ভেতর কিছু নেই বলে হতাশ হয়ে যাওয়া উচিত নয়।ক্যারিয়ারের সফলতার সর্বপ্রথম ধাপ হল নিজের পছন্দমত,নিজের প্যাশনের ক্যারিয়ার নির্ধারন করা।

সামিয়াঃ ভাইয়া এখন তাহলে কি আমি ফিন্যান্স রিলেটেড কোন ক্যারিয়ার চুজ করব?

নাভিদঃ না।আমি তোকে বলেছি তুই নাম্বারসে অনেক ভালো।তার অর্থ এই না যে তুই আমার কথায় ক্যারিয়ার চুজ করবি।আমার চোখে হয়ত তুই নাম্বারসে ভালো।কিন্তু তোর কাছে তা না ও হতে পারে।তাই তুই নিজের Self assessment কর।নিজেকে সময় দিয়ে জিজ্ঞেস কর তুই কি বিষয়ে প্যাশনিয়েট।সেইটাকে ক্যারিয়ার হিসেবে নির্ধারণ কর।কিন্তু হবি কে না।

সামিয়াঃ ভাইয়া আমি কিভাবে বুঝব কোনটা আমার প্যাশন আর কোনটা আমার হবি?

নাভিদঃ হবি হল আমাদের সে ইচ্ছাগুলো যেগুলো আমরা করি আমাদের মনের প্রশান্তির জন্য।কিন্তু সেগুলো থেকে আমাদের অর্থ উপার্জনের কোন ইচ্ছা জাগ্রত হয় না।আর প্যাশন হল যা আমরা অনুভূতিতে সুখের অবস্থান সৃষ্টি করে।যেই ইচ্ছাগুলো আমাদের কল্পনা করতে শেখায়।

সামিয়াঃ ভাইয়া আমি আমার প্যাশনকে ক্যারিয়ার হিসেবে নির্ধারণ করলেই সফলতা পাব?

নাভিদঃ সম্পূর্ণ সফলতা পাবি আমি তা বলিনি।প্যাশনকে ক্যারিয়ার হিসেবে নির্ধারণ করলে কিছুটা সুবিধা পাওয়া যায়।কিন্তু তার মানে এই নয় যে তুই সফল হয়ে যাবি।ক্যারিয়ারে সফল হওয়ার জন্য তোকে ৭ টা ধাপ পার করতে হবে।সেগুলো হল---

 * Self Assessment - নিজেকে নিয়ে ভাববি।নিজে কি হতে চাস সেটা নির্ধারণ করবি।একটু আগে যে প্যাশনকে ক্যারিয়ার বানাবি সেটা বললাম সেই প্যাশনটা কি সেটা বের করবি।

 * Market Research - তুই যে পেশাটাকে নিজের ক্যারিয়ার হিসেবে নির্ধারণ করতে চাস সে পেশাটাকে নির্ধারণ করার আগে পেশাটি সম্পর্কে মার্কেটে পেশাটির ভ্যালু কেমন তা রিসার্চ করতে হবে।মার্কেট রিসার্চ না করে কোন ক্যারিয়ার নির্ধারণ করাটা ভূল একটি পদক্ষেপ।

 * Find The Skill Gap - যে পেশাটাকে ক্যারিয়ার হিসেবে নির্ধারণ করবি সেই পেশাটাকে ক্যারিয়ার বানানোর জন্য তোর কি কি স্কিল প্রয়োজন তা খুঁজে বের কর।প্রয়োজনীয় স্কিল ফুলফিল করা ছাড়া একটি পেশাকে ক্যারিয়ার হিসেবে নেয়া কঠিন হয়ে যায়।

 * Develop The Skill - যদি কোন স্কিলের গ্যাপ থাকে সে স্কিলগুলো ডেভলপ করবি।

 * Decide - এই পর্যায়ে একটি সিদ্ধান্তে উপনীত হবি যে কোন পেশাটাকে ক্যারিয়ার হিসেবে নিবি।কারন, মার্কেট রিসার্চ করার পরে তোর চিন্তাভাবনা বদলেও যেতে পারে।

 * Action Plan - পেশাটাকে বাস্তবায়ন করবি।

 * Review - এই পর্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। তুই যে সবগুলো পর্যায় পার করে ক্যারিয়ার শুরু করলি সেটা তোর জন্য সঠিক হল কিনা তা রিভিউ করতে হবে।তোর সিদ্ধান্তগুলোর যৌক্তিকতা যাচাই করতে হবে।তুই এই ক্যারিয়ারে ফিউচার ডেভলপ করতে পারবি কি না তা দেখতে হবে।

সামিয়াঃ ভাইয়া ক্যারিয়ার নির্ধারণের বিষয়ে আজ পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম।ধন্যবাদ ভাইয়া।

নাভিদঃ মাই প্লেজার।ক্যারিয়ার নিয়ে আরো অনেক বিষয় আছে।তোর IKIGAI বুজতে হবে।আজ আমার একটু তাড়া আছে।আমরা অন্যদিন বসি আবার?

সামিয়াঃ সিউর ভাইয়া।আপনার যখন সময় হয় আমাকে বলবেন।আমি চলে আসব।

দুজনের কুশল বিনিময় শেষে নিজের গন্তব্যের দিকে ছুটে চলল দুজন।আর নাভিদ ভাইয়ার বলা কথাগুলো যেন সামিয়ার মাথায় বাজতে লাগল।আবার নাভিদ ভাইয়া বলে গেল IKIGAI বুজতে হবে।আজ বাসায় গিয়ে IKIGAI বিষয়ে একটা ধারণা নিতে হবে।

To Be Continued.....




No comments

Theme images by Mikey_Man. Powered by Blogger.